প্রিয় পাঠকবৃন্দ, আপনাদের সহযোগিতায় ‘দ্য ডি গ্রোথ’ নিউজ মিডিয়া এক বছর পূর্ণ করেছে—নানা ডকুমেন্টারি ও লিখিত প্রতিবেদন আপনাদের কাছে পৌঁছে দিয়ে। সবই স্বেচ্ছাশ্রম দিয়ে করা হয়েছে। একটি ডিজিটাল নিউজ মিডিয়া চালাতে ওয়েবসাইট, ডোমেইন, হোস্টিং, নকশা ও রক্ষণাবেক্ষণের বার্ষিক খরচ থাকে। স্বেচ্ছাশ্রম থাকা সত্ত্বেও মাঠপর্যায়ের অনুসন্ধান, ডকুমেন্টারি এবং প্রতিবেদন তৈরির অর্থনৈতিক ব্যয় থাকে। আমরা কোনো স্পনসর-নির্বাচিত বা বিজ্ঞাপনী অনুপ্রাণিত প্রতিবেদন প্রকাশে আগ্রহী নই। আমাদের প্রতিটি প্রতিবেদনই মাঠপর্যায়ের অনুসন্ধান ও সংগ্রহভিত্তিক। এই কাজগুলো অর্থনৈতিক বাধা থেকে মুক্তভাবে করতে আমাদের অংশীদার প্রয়োজন। কোনো কর্পোরেট, এনজিও বা সরকারি তহবিল ছাড়াই—আমাদের মিডিয়া সম্পূর্ণ জনগণের অর্থে চলে। যাদের আমরা গ্রাহক বলতে চাই না, তারাই আমাদের সহযোগী। এই অবস্থান থেকে আমরা মিডিয়া ও মানুষের মধ্যে ব্যবসায়িক সম্পর্ককে—যা ‘গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ’ হিসেবে পরিচিত—অস্বীকার করি। এই কারণেই আমরা আমাদের ওয়েবসাইটে 'সহযোগী হোন' এর পরিবর্তে 'গ্রাহক হোন' শব্দটি ব্যবহার করেছি। আমরা মুখোমুখি বা ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে আমাদের সহযোগী পাঠকদের প্রতি স্বচ্ছতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের অংশীদারদের জন্য কোনো অতিরিক্ত রিপোর্টিং ব্যবস্থায় আমরা বিশ্বাস করি না, বরং তা আমরা প্রত্যাখ্যান করি। নিচের ফর্মটি পূরণ করে আমাদের অর্থনৈতিকভাবে সহায়তা করুন। ফর্ম পূরণের পর আমাদের একজন প্রতিনিধি আপনার সঙ্গে যোগাযোগ করবেন। সহায়তার জন্য কোনো নির্ধারিত আর্থিক সীমা নেই। কোনো সমস্যা হলে আমাদের ইমেইলে জানান: [email protected]
বার্তা পাঠান
'দ্য ডি গ্রোথ' মিডিয়া আউটলেট জীবিত ও অজীব জিনিসের সহাবস্থানের ধারণাকে কেন্দ্র করে তৈরী একটি উদ্যোগ, যা বর্তমান সমাজকে অনুসন্ধান করতে এবং তা সক্রিয়ভাবে মানুষের সামনে উপস্থাপন করতে আগ্রহী।