আমাদের সম্পর্কে
ডি গ্রোথ মিডিয়া হল জীবিত ও অজীব জিনিসের সহাবস্থানের ধারণার উপর ভিত্তি করে তৈরি একটি উদ্যোগ, যা বর্তমান সমাজকে সক্রিয়ভাবে অনুসন্ধান করে মানুষের কাছে তুলে ধরতে আগ্রহী। সমাজ ও সংস্কৃতির যে ধারণা বর্তমান নদী, পরিবেশ আন্দোলন এবং সহাবস্থানের চিন্তাকে এগিয়ে নিতে সাহায্য করে, এই মিডিয়া সেটির মুখপত্র। আমরা পুঁজিবাদী ব্যবস্থার প্রাতিষ্ঠানিক ধারণাকে প্রত্যাখ্যান করি এবং 'ছোটই সুন্দর', 'কমই বেশি' — এই ধারণায় বিশ্বাস করি; আজকের জীবন ও বিশ্বে এগুলোকেই মূল্যবান মনে করি।
প্রকাশনার ধরন ও মাধ্যম
আমাদের রিপোর্টিং প্রধানত লিখিত, চিত্রভিত্তিক ও ডকুমেন্টারি। প্রতিটি প্রতিবেদনের ভিত্তি হিসেবে মাঠপর্যায়ের অনুসন্ধান ও সংগ্রহকে আমরা গুরুত্ব দিই। আমাদের কিছু নির্বাচিত প্রতিবেদন বার্ষিক বই হিসেবেও প্রকাশিত হবে। আমাদের চারটি প্ল্যাটফর্ম রয়েছে: ওয়েবসাইট, ফেসবুক, টুইটার এবং ইউটিউব। এগুলোর বাইরে বিভিন্ন স্থানে ছবি ও ডকুমেন্টারি প্রদর্শন করতেও আমরা আগ্রহী।
গ্রাহক নয় — বিজ্ঞানমুক্ত, সহযোগী অংশীদার হোন।
আমাদের ওয়েবসাইট সম্পূর্ণ বিজ্ঞাপনমুক্ত। কোনো কর্পোরেট, এনজিও বা সরকারি তহবিল ছাড়াই—এটি সম্পূর্ণ জনগণের অর্থে পরিচালিত। যাদের আমরা গ্রাহক বলতে চাই না, তারা-ই আমাদের সহযোগী। এই অবস্থান থেকে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে প্রচলিত 'মিডিয়া–ব্যক্তি ব্যবসায়িক সম্পর্ক' ধারণাটিকে অস্বীকার করি। এই কারণেই আমরা আমাদের ওয়েবসাইটে 'সহযোগী হোন' এর পরিবর্তে 'গ্রাহক হোন' শব্দটি ব্যবহার করেছি।
মিডিয়া ও নীতি
আমরা সর্বদা বর্তমান সংবাদ ও মিডিয়ার কার্যকলাপ সম্পর্কে সন্দেহপ্রবণ, এবং নিজেদেরও এর বাইরে মনে করি না। তাই আমরা আমাদের পাঠকদের কাছে ব্যাখ্যা দিতে বাধ্য এবং সরাসরি বা ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে স্বচ্ছতা বজায় রাখতে আগ্রহী।
The De Growth
কমাই বেশি