আপনি ইতিহাসকে কি ভাবে মনে রাখবেন তা নির্ভর করবে আপনার মূল্যবোধের উপর। বাঙালির মনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শ্রদ্ধায় স্মরণে থাকবে। কিন্ত তাকে স্মরণে রাখতে গঙ্গা নদীর দখল করার দরকার তখনই হয় যখন আপনার সিদ্ধান্ত পরিচালিত হয় মনুষ্যসৃষ্টির অহঙ্কার আর মূল্যবোধের অবক্ষয় চুরান্ত স্তরে পৌঁছালে।কংক্রিটের প্রেমে মত্ত হয়ে উঠছে রাষ্ট্র পরিচালকরা।নিমতলা শ্মশান লাগোয়া রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্থল অনেক বাঙালির কাছে আগ্রহের। সেখানে গেলে এখন দেখা যাবে সাবেক সমাধিস্থল বদলে পূর্বের সমাধি সংলগ্ন গঙ্গা নদীর উপর প্রায় পঞ্চাশ ফুট বা তার কিছু বেশী অংশ এবং লম্বায় প্রায় দেড়শো ফুট জল প্রবাহের উপর পিলার তুলে কংক্রিটের বাগান করা হয়েছে। এমন ভাবে নদীকে দখল করা কোন ভাবেই ভারতীয় সংবিধানের এবং নৈতিক মূল্যবোধে সমর্থন যোগ্য নয়। যদিও নদী দখলের এই কদর্য রূপ মহা আনন্দে কলকাতার মানুষেরা ব্যবহার করছেন। কিন্ত আমার প্রশ্ন এই শ্রদ্ধার স্থলকে পর্যটন স্থল বানানোর কি খুব দরকার ছিল?
আরও পড়ুন – অরণ্য ও জৈববৈচিত্র সংরক্ষণ – দুই সর্বনাশী সংশোধনী আইন