কুস্তিগীরদের সমর্থনে বারাকপুরে রাস্তায় পরিবেশ ও নদী সংগঠন

দেশের মহিলা কুস্তিগীরদের উপর যৌন নিগ্রহের প্রতিকার চাইতে রাজধানী দিল্লীর যন্তর-মন্তরে ৩০ দিনের বেশী চলতে থাকা ধর্ণা ও অবস্থান চালিয়ে যাচ্ছিলেন দেশের হয়ে অলিম্পিক্সে, কমনওয়েলথ গেমসে, এশিয়াডে পদকজয়ী সাক্ষী মালিক, ভিনেশ ফোগত, সঙ্গীতা ফোগতসহ বেশ কিছু পুরুষ কুস্তিগীর এবং তাঁদেরকে সমর্থন জানানো বহু মানুষ। গত ২৮এ মে তারিখে অপ্রয়েজনীয় ও শুধুমাত্র শৌর্য প্রদর্শনের জন্য দেশের সাধারণ মানুষের টাকা এবং সামগ্রিক ভাবে পরিবেশ-প্রকৃতি নষ্ট করে তৈরী করা নতুন সেণ্ট্রাল ভিস্টা -এর উদ্বোধনের মূহুর্তে দেশের মুখ উজ্জ্বল করা মেয়ে খেলোয়ারদের যার মধ্যে “বেটি বাঁচাও বেটি পড়াও”-এর শুভেচ্ছা দূত সাক্ষী মালিক রয়েছেন, তাঁদেরকে টেনে হেচড়ে, চ্যাংদোলা করে, পুলিশের গাড়ীতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে; একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁদের অপরাধ তাঁরা বিচার চাইছেন নাবালিকাসহ মহিলা কুস্তিগীরদের উপর যৌন নিগ্রহের অভিযোগে অভিযুক্ত রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রধান সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহের করা অন্যায়ের বিরুদ্ধে। গত ৩০এ মে তারিখে তাঁরা, তাঁদের পদকগুলি হরিদ্বারের গঙ্গায় ভাসিয়ে দিতে গেছিলেন।

এই পরিস্থিতিতে দেশের মহিলা কুস্তিগীরদের উপর হওয়া দিল্লী পুলিশের নির্মম অসংগবেদনশীল অত্যাচারের প্রতিবাদে এবং নাবালিকাসহ মহিলা কুস্তিগীরদের উপর যৌন নিগ্রহের অভিযোগে অভিযুক্ত রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রধান সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে পকসো আইনে গ্রেপ্তার করে আইনানুগ শাস্তি দেওয়ার দাবীতে ৩১এ মে ২০২৩, বুধবার বিকেল ৫:৪৫ মিনিট থেকে সন্ধ্যা ৭:১৫ মিনিট পর্যন্ত বারাকপুর স্টেশনের ১নং প্ল্যাটফর্মের সামনে নাগরিক অধিকার রক্ষা কমিটি (খড়দহ-টিটাগড়), পরিবেশ অধিকার আন্দোলন, নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলন এবং পরিবেশ বান্ধব মঞ্চ বারাকপুরের যৌথ উদ্যোগে একটি প্রতিবাদ পথসভার আয়োজন করা হয়।

এই প্রতিবাদ পথসভায় বক্তারা তাঁদের মনের কষ্ট, দু:খ, অনুভবের কথা তুলে ধরেন ও কেন্দ্রীয় সরকারের ঔদ্ধ্বত্য, অত্যাচরের বিরুদ্ধে আওয়াজ তোলেন এবং যৌন নিগ্রহের অভিযোগে অভিযুক্ত রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার প্রধান সাংসদ ব্রিজভূষণ শরণ সিংহকে পকসো আইনে গ্রেপ্তার করে আইনানুগ শাস্তি দেওয়ার দাবীতে সোচ্চার হয়ে ওঠেন।

সভায় বক্তব্য রাখেন নাগরিক অধিকার রক্ষা কমিটি (খড়দহ-টিটাগড়) -র পক্ষ থেকে দিলীপ বসাক, পরিবেশ অধিকার আন্দোলনের পক্ষ থেকে মৃণাল জানা, নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে সৌরভ রায় ও ঋত্ত্বিকা কর্মকার, এবং পরিবেশ বান্ধব মঞ্চ বারাকপুরের পক্ষ থেকে তাপস বিশ্বাস, রূপালী চাকলাদার ও কল্লোল রায়; পথসভাটি শেষ হয় কবি বারুদ গুপ্তের কবিতা দিয়ে। আবৃত্তি করেন বিজ্ঞানবন্ধু ভট্টাচার্য্য।