স্বাধীনতা সংগ্রামী সশস্ত্র বিপ্লব প্রচেষ্টার দুঃসাহসী নায়ক সমাজসেবী পান্নালাল দাশগুপ্তর ২৫তম প্রয়াণ দিবস পালিত হল বীরভূমের রাজনগর ব্লকের আবাদ নগরে। “পান্নালাল দাশগুপ্ত স্মৃতি ভবন” নামাঙ্কিত ভবনে পান্নালাল দাশগুপ্তের প্রবীণ সহকর্মী, অনুরাগীসহ অঞ্চলের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে তার বৈচিত্র্যময় কর্ম জীবন নিয়ে আলোচনা গান কবিতা পাঠ চললো দীর্ঘক্ষণ। ঠিক ছিল সকাল এগারোটায় অনুষ্ঠান শুরু হবে নির্ধারিত ঠিক সময়ে তা শুরু হল। নিয়মানুবর্তিতা পান্নালাল দাশগুপ্তকে স্মরণ করার প্রধান কর্তব্য মনে করে ছিলেন তার সহকর্মী অনুরাগীরা। ‘নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলন’-এর সাথীরা এইবছর প্রথম উপস্থিত ছিল আবাদ নগরের অনুষ্ঠানে। সংগঠনের পক্ষে নদী কর্মী তাপস দাস সংঘর্ষ ও নির্মাণ এর মাধ্যমেই সমাজ গড়ার কাজকে এগিয়ে যেতে হবে সেই বিষয়ে জোর দেন।
১২ই জানুয়ারী একই সঙ্গে নদীয়া জেলাসহ রাজ্য তথা দেশের বিভিন্ন নদী-খাল-বিল-জলাশয়-পুকুর পুনরুদ্ধারের দাবীতে জলঙ্গী নদী সমাজ সহ ৭৫টি সামাজিক সংগঠনের আহ্বানে ১২ঘন্টার অনশন অবস্থান কর্মসূচিতে সমর্থন জানিয়ে ‘নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলন’-এর নদী কর্মীরাও অনশনে ছিলেন।
১৩ই জানুয়ারী নদী কর্মীরা আরো দুটি কর্মসূচীতে অংশ গ্রহণ করেন। ময়ূরাক্ষী নদীর উপনদী সিদ্ধেশ্বরী নদীর উপর একটি বাঁধ নির্মাণ চলছে, তার ক্ষেত্র পরিদর্শন করেন নদীকর্মীদের একটি ছোট দল স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে। বাঁধ নির্মাণ চলছে ঝাড়খণ্ডের দুমকা জেলার রানীশ্বর ব্লকে। সম্পূর্ণ অপ্রয়োজনীয় এই বাঁধ নির্মাণ – নদী, পরিবেশ ও সংলগ্ন জনজাতি মানুষের জীবনে বিপর্যয়ের সম্ভাবনা তৈরি করছে বলে আশঙ্কা প্রকাশ করছেন পরিদর্শক দলের সদস্যরা।
এরপর বিকালে রাজনগেরের ঐতিহাসিক রাজবাড়ি দালানে ছাত্র-ছাত্রী ও তরুণদের উপস্থিতিতে কুশকর্ণী ছাত্র-যুব সমাজ গঠনের লক্ষে একটি সভার আয়োজন করা হয়। ‘নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলন’-এর নদীকর্মীদের উপস্থিতিতে। এছাড়াও উপস্থিত ছিলেন কবি গবেষক শিক্ষক সন্তোষ কর্মকার, কুশকর্ণী নদী সমাজের আহ্বায়ক সৌগত চৌধুরী। বর্ষীয়াণ সমাজসেবী সিদ্ধার্থ মিত্রসহ নদী-পরিবেশ সংবেদনশীল মানুষেরা। ‘নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলন’-এর পক্ষে ছাত্র-যুব সংগঠক তরুণ নদীকর্মী সৌরভ রায় প্রাথমিক ধারণা বিষয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদী-পরিবেশ সংগঠক কল্লোল রায়, সঞ্জয় দাস। বর্তমান নদী-পরিবেশের সংকট ও ছাত্র-যুবদের মধ্যে নেশাগ্রস্ততাসহ নানা সমস্যা নিয়ে আলোচনা রাখেন নদীকর্মী তাপস দাস।