সিদ্ধেশ্বরী ব্যারেজ ও কিছু কথা

সিদ্ধেশ্বরী ব্যারেজ ও কিছু কথা
গত এপ্রিল মাসে মুঠো ফোনে বিরাট আকাশকে ধরার এক বৃথা চেষ্টা
তাঁতলই
তাঁতলই, ২৫ ডিসেম্বর ২০২২ সালের ছবি
সিদ্ধেশ্বরী ব্যারেজ ও কিছু কথা
সিদ্ধেশ্বরী ব্যারেজ ও কিছু কথা
টিলার উপর থেকে সিদ্ধেশ্বরী কে এরকম দেখতে লাগছিল
Image Not Found
সিদ্ধেশ্বরী ব্যারেজ ও কিছু কথা
ব্যারেজ নির্মাণকারী স্থানীয় মহিলা শ্রমিকেরা
সিদ্ধেশ্বরী ব্যারেজ ও কিছু কথা
“অবশিষ্ট বনভূমি, ভবিষ্যতের মরুভূমি”
Image Not Found
এই দৃশ্য দেখে আমাদের নদী সাথী অমিতাভ দা হয়তো বলতো “দূর থেকে দৃশ্যমান দীর্ঘকায় ধীরে ধীরে খাঁড়া হচ্ছে উন্নয়ন”
Image Not Found
জলের অন্যান্য জীববৈচিত্রের সঙ্গে মাছগুলিরও স্বাভাবিক চলন বন্ধ

তথ্যসূত্র

ঝাড়খণ্ড সরকারের জল সম্পদ বিভাগ, মিহির শাহ রিপোর্ট – ২০১৬
এই ঘণ্টা খানেকের তথ্য সন্ধান অভিযানে সঙ্গে ছিল দুই নদী কর্মী অভিজিৎ ও শিবম। এই অনুসন্ধানের ধারাবাহিকতায় আমরা চেষ্টা করবো আগামীতে স্থানীয় মানুষের মতামত বিস্তারিত তুলে ধরার।