জলবায়ু পরিবর্তন নীতিতে ব্রাজিল মুখ্য ভূমিকা পালন করবে – মেরিনা সিল্ভা

ব্রাজিলের পূর্বতর প্রেসিডেন্ট Jair Bolsonaro’র আমলে পরিবেশ সংরক্ষণ প্রক্রিয়া এতটাই অবহেলিত হয়েছিল যে ব্রাজিলের বনভূমি নিশ্চিহ্নকরণ বিগত পনেরো বছরে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছিয়েছিল এবং ব্রাজিল অন্যতম পরিবেশ ধ্বংসকরি দেশের তকমা অর্জন করেছিল।

স্বাভাবিকভাবে তাই Lula Da Silva বর্তমান president হিসাবে bolsonaro র স্থলাভিষক্ত হওয়ায় পরিবেশ সংরক্ষণে সেই দেশের যথা সম্ভব সদর্থক ভূমিকা নেওয়ার ব্যাপারে সারা পৃথিবীর মানুষ বেশ আশ্বস্ত।
প্রেসিডেন্ট Lula তাঁর পূর্বকালিন প্রথম আর দ্বিতীয়বার এর মন্ত্রিসভার সদস্যা বিশিষ্ট পরিবেশবিদ Marina Silva’র উপর সম্পূর্ণ আস্থাশীল তাঁর প্রাক নির্বাচনকালীন প্রচার-প্রতিশ্রুতি রুপায়নে। Marina Silva আবার বন সংরক্ষণে যথেষ্ট সফল হবেন আগের দুই বার মন্ত্রী হিসাবে তিনি যা করে দেখিয়েছেন।

প্রেসিডেন্ট Lula শপথ নেওয়ার সময়েই দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন তিনি ও তাঁর সরকার পূর্ববর্তী সরকারের আগ্রাসী অরণ্য বিনাশের পথ থেকে সম্পূর্ণ সরে এসে আমাজনের অরণ্য ও বাস্তুতন্ত্র রক্ষায় মনোনিবেশ করবেন।

Bolsonaro র আমলে পরিবেশ সংরক্ষণের যাবতীয় আবশ্যিক কর্মসূচি পরিত্যক্ত হয়েছে বলে তাঁর অভিযোগ।

সেই উদ্দেশ্যে পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত নবনিযুক্ত মন্ত্রী Marina Silva ঘোষণা করেছেন বর্তমান মন্ত্রিসভায় একজন Extra ordinary secretary নিযুক্ত করা হবে এবং জলবায়ু সংক্রান্ত সংস্থাকে সরাসরি প্রেসিডেন্ট এর আওতায় রাখার পরিকল্পনা নেওয়া হবে। পরিবেশ মন্ত্রী হিসাবে Marina Silva র বিশেষ অঙ্গীকার: পৃথিবী ব্যাপী জলবায়ু পরিবর্তনের আশু প্রভাব সম্বন্ধে উদাসীন থাকা ব্রাজিলের পক্ষে অচিন্তনীয়।

আমাদের দেশের রাজনৈতিক নেতারা কি ব্রাজিল কে দেখে শিখবে?