প্যালেস্টাইনের প্রাকৃতিক সম্বলের উপর কর্পোরেট দখলদারি ও গণহত্যা বিরোধী পথসভা

বন্ধুরা আজ শনিবার ২৫ শে নভেম্বর দুপুর সাড়ে তিনটে থেকে সোয়া ছয়টা অবধি প্রায় তিন ঘন্টা বারকপুর স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের সামনের চত্বরে পরিবেশবান্ধব মঞ্চ বারাকপুরের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো গ্রীন কর্নার।

Image Not Found

আজকের পরিবেশ সভার মূল আলোচ্য বিষয় ছিল প্যালেস্টাইনের প্রাকৃতিক সম্পদ ও সম্বলের উপর কর্পোরেট দখলদারি কায়েম করার জন্য ওই দেশের মানুষের উপর ইসরায়েলের নির্মম নৃশংস আক্রমণ ও গণহত্যা।

Image Not Found

বিগত ৪৫ দিনে ওইটুকু ছোট দেশের ওয়েস্ট ব্যাংক ও গাজা স্ট্রিপের প্রায় ১৫ হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে যার মধ্যে প্রায় ৭ হাজার শিশু অর্থাৎ ৪১ শতাংশ। এবং ৩৬ হাজারেরও বেশি লোক গুরুতরূপভাবে আহত হয়েছেন যার মধ্যে ৫০ শতাংশ অর্থাৎ ১৮ হাজার শিশু। উদ্দেশ্য হলো একটি দেশের ভবিষ্যৎ প্রজন্মকে নেই করে দেওয়া। আক্রমণ চলছে বিদ্যালয় এবং হাসপাতালগুলিতে। উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার দায়িত্বপূর্ণ ব্যক্তিত্বরা। প্রত্যেকের কথাতেই আমেরিকা ব্রিটিশ এবং ইউরোপের বিভিন্ন দেশগুলির মধ্যে হয়ে চলা ইসরায়েলের আক্রমণকে অভিযুক্ত করা হয়েছে।

প্যালেস্টাইনের প্রাকৃতিক সম্বলের উপর কর্পোরেট দখলদারি ও গণহত্যা বিরোধী পথসভা
প্যালেস্টাইনের প্রাকৃতিক সম্বলের উপর কর্পোরেট দখলদারি ও গণহত্যা বিরোধী পথসভা

যেকোনো আক্রমণ এবং যুদ্ধই আসলে জল, মাটি, বায়ু, শব্দ এবং প্রাকৃতিক, রাসায়নিক, সাংস্কৃতিক দূষণের মূল কারণ। আজকের গ্রীন কর্নার তথা পরিবেশ পথসভার শেষে পরিবেশবান্ধব মঞ্চ ব্যারাকপুর স্পষ্ট ভাবে সোচ্চারে প্যালেস্টাইনের উপর ইসরায়েল ডিফেন্স ফোর্সের এই চরম নৃশংস অমানবিক আক্রমণ ও গণহত্যার নিন্দা করছে।

প্যালেস্টাইনের প্রাকৃতিক সম্বলের উপর কর্পোরেট দখলদারি ও গণহত্যা বিরোধী পথসভা

সঙ্গে ছিল যুদ্ধ বিরোধী মানবতাবাদী জার্মান শিল্পে কাথে কোলভিৎস-এর ছবির প্রদর্শনী।