আমার স্ত্রী মারা গেলেন Interstitial lung disease (ILD) তে। Properly diagnosis হোলো কি না জানি না। আমি বলেছিলাম ধুপ ধুনো মোমবাতি প্রদীপ এবার তো ছাড়ো? ছেলেকে বললাম, বাবা মায়ের সামনে body spray লাগাস না।
আমি তো ডাক্তার নই তাই শোনে কে?
আর ডাক্তার কেন শুরু থেকেই বললো না।
সেকথা রোজ রাতে ভাবি এবং ভাবতেই থাকি।
শুধু আমারই পাড়ায় এক ডজন মানুষ COPD তে ভুগছেন । Chronic obstructive Pulmonary disease কত বছর ধরে চেঁচাচ্ছি আমরা যে ওরে ভাই শীতকালে বাজি পুরিও না, অত আগুন জ্বালিও না। গাছ কেটো না, কাটতে দিও না।
নদী পুকুর জলাশয় বুজিয়ে দিও না বা বোজাতে দিও না।
অত আধুনিক হোয়ো না।
মূল্য, ভয়ংকর মুল্য দিতে হবে যা আজ ভাবতেও পারছো না।
কবি বলেছেন , কেউ কথা রাখেনি। আমি বলি আজ যে কেউ কথা শোনেনি।
ভেবেছিলাম কোনোদিন যে এত বড় মূল্য আমাকেই দিতে হবে? তার প্রাণ দিয়ে আর আমার জীবন দিয়ে?
একা হয়ে আমি বুঝতে পারছি যে একা হওয়া কি?
আমি তো একা হতেই চেয়েছিলাম কিন্তু এমন ভাবে চেয়েছিলাম কি? কি জানি।
সবাই দৌড়াচ্ছে কোন দিকে? উপরে, সর্বোচ্চ স্থানে। সেকি জানে যে সেখানে সে শুধু একা থাকবে বা একদম একা হয়ে যাবে? একাকিত্ব তাকে বোঝাবে যে অর্থ বিদ্যা শিক্ষা তার ছোটবেলা, সেই পাড়া, সেই পুকুর বা নদীর ধারের গাছ খানি আর নেই। যে গাছের পুকুর পানে ঝুঁকে পড়া ডালে উঠে ঝাঁপ দিত সে ঝপাং করে?
প্রযুক্তি পারবে তাকে সেই শব্দ টা, একদম সেই শব্দ টা শোনাতে। পারবে না কারণ ছোট বেলার সেই কান টাই তো হারিয়ে গেছে আজ। পারবে সে মনে করতে কবে কোথায় কোন খানে কোন ক্ষণে?
আমি ভাবি আজ, আর ভাবনা বেলাগাম হয়ে যায় নদীর স্রোতের মত, বহমান বাতাসের সাথে না জানি কোন পানে?
তাই মনে পড়ে গেল যে ছাত্তিস গড়ের বন ধ্বংসের কথা হীরের জন্য কিন্তু তাতে কার প্রয়োজন ?
অসংখ্য প্রাণনাশক ঐ ঝকঝকে হীরের বিন্দু অসংখ্য অগণিত বহমান চোখের ঝরে পড়া ঝাকেঝাকে হীরক বিন্দু কার চাই?
খুনী হীরের প্রয়োজন শুধুই খুনী হীরক রাজাদের।
তোমাদের জন্য নয় কিন্তু তোমাদের জীবনের, তোমাদের প্রাণের অবলম্বনের বিনিময়ে। সেকি তুমি বুঝতে পারছ না?
গাছ কাটছে কেন?
চিৎকার করে বলো। সে চিৎকার যেন প্রাণঘাতী হয়, তোমার বা তোমার মত সকল প্রাণের। আর মনে রেখ যে ঐ কোটি কোটি প্রাণ তোমার মুখাপেক্ষী হয়ে তোমারই দিকে তাকিয়ে আছে কেন জানো ? এটাও বোঝো না। তুমি যে নীরব সমর্থণ জানাচ্ছ ঐ খুনী হীরক রাজাদের।
আমার যে ক্ষতি হয়ে গেছে আর কারও যেন না হয় তাই আমরা সেই কবে থেকে বলি, লিখি আর তোমরা পরিবেশ কর্মীদের অবহেলা করে চলেছ। এটা কি আমরা বুঝি না ?
আরও পড়ুন – বৃক্ষ বিহীন পৃথিবী