বজবজে কোমাগাতামারু শহীদ দিবস উদযাপন

বজবজ এর কোমাগাতামারু শহীদ গঞ্জে ১০৮ তম বর্ষ  কোমাগাতামারু শহীদ দিবস উদযাপন করা হলো। বৃটিশের কাছে মুচলেকা দেওয়া  দালাল সাভারকার ও গান্ধীর হত্যাকারী আর এস এসের বৃটিশ সাম্রাজ্যবাদ বিরোধী ঐতিহাসিক আন্দোলনকে ভুলিয়ে দেওয়ার শত চেষ্টাকে উপেক্ষা করেই কোমাগাতামারু মারু শহীদ গঞ্জে আজ শত ফূল বিকশিত হলো।

কোমাগাতামারু
কোমাগাতামারু

চলার পথে গণ সাংস্কৃতিক সংস্থার আহ্বানে আজ ২৯/০৯ /২০২২ সকাল ৮-৩০ মিনিট শহীদ স্তম্ভের সামনে শহীদ স্মরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহীদ বেদীতে মাল্যদান করেন চলার পথে গণ সাংস্কৃতিক সংস্থার সভাপতি দেবাশিস মিত্র, গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ -র সভাপতি সুভাষ দাস ও সম্পাদক সুরজিৎ মন্ডল, বজবজ বিজ্ঞান মঞ্চ জয়দেব দাস, সিপিআই(এম- এল) লিবারেশন জেলা সম্পাদক কিশোর সরকার, থার্ড প্ল্যানেট রাজীব দত্ত, দৃষ্টিপথ পত্রিকা মহঃ মহসীন, স্ফুলিঙ্গ সাংস্কৃতিক সংস্থা মনিমোহন দাস, আরওয়াইএ সাবির রাজা, প্রগতিশীল মহিলা সমিতি দেবযানী গোস্বামী, আয়রলা মমতাজ বিবি, এআইএসএ অনিন্দিতা মালিক, এআইকেএম দিলীপ পাল ও আরো অনেকে। মাল্যদান এর পর  শহীদদের উদ্দেশ্যে নিরাবতা পালন করা হয়। শহীদদের স্মরণে গণ সঙ্গীত পরিবেশন করেন অভিজিৎ মন্ডল, সেখ সাবির, স্ফুলিঙ্গ সাংস্কৃতিক সংস্থার সাথী বৃন্দরা। কোমাগাতামারুর সংগ্রামের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন সুভাশীষ ঘোষ। সমগ্র সভাটি পরিচালনা করেন  চলার পথে গণসাংস্কৃতিক সংস্থার অঞ্জন ঘোষ। শেষে থার্ড প্ল‍্যানেট এর সাথীরা শহীদ গঞ্জ থেকে রাইটার্স বিল্ডিং পর্যন্ত সাইকেল যাত্রা শুরু করেন।

আরও পড়ুন – মাতৃসদন আশ্রম পরিবেশ আন্দোলনের নীরব পথ প্রদর্শক