প্রিয় পাঠক সাথী,
‘দ্য ডি গ্রোথ’ সংবাদ মাধ্যম আপনাদের সকলের সহযোগিতায় এক বছর সম্পূর্ণ করলো বেশ কিছু তথ্যচিত্র সহ লিখিত প্রতিবেদন আপনাদের সামনে আনার মাধ্যমে। এই সমস্তটাই সম্পন্ন হয়েছে স্বেচ্ছা শ্রম প্রদানের দ্বারা। একটি ডিজিটাল সংবাদ মাধ্যম চালিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন একটি ওয়েবসাইটের, একটি ওয়েবসাইটের ডোমেন, হোস্টিং, নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য বেশ কিছু খরচ বহন করতে হয় বছর বছর। স্বেছা শ্রম প্রদানের পরও সরজমিন তদন্ত, তথ্যচিত্র ও প্রতিবেদনের জন্যও বেশ কিছু আর্থিক খরচ হয়।
আমরা বিজ্ঞাপনদাতাদের মদত পুষ্ট বা বাছাই করা প্রতিবেদন আপনার কাছে প্রকাশে আগ্রহী নই। সরজমিন তদন্ত ও সংগ্রহ কে ভিত্তি করেই গড়ে ওঠে আমাদের প্রতিটি প্রতিবেদন। এই কাজ করতে গিয়ে আর্থিক বাধা থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের প্রয়োজন সহযোগী সাথী।
কোনোরকম কর্পোরেট ফান্ড, এনজিও ফান্ড, সরকারি ফান্ড ছাড়া আমাদের মিডিয়া পরিচালিত হয় সম্পূর্ণ গণ অর্থ সংগ্রহের উপর ভিত্তি করে যাদের আমরা গ্রাহক বলতে নারাজ তারা আমাদের সহযোগী সাথী। এই অবস্থানের মধ্য থেকে আমরা অস্বীকার করি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম ও ব্যক্তির মধ্যে ব্যবসায়িক সম্পর্ক কে। এই কারণে আমরা ‘গ্রাহক হোন’ এর বদলে ‘সহযোগী সাথী’ হোন এই শব্দের ব্যবহার করেছি আমাদের ওয়েবসাইটে।
আমরা সহযোগী সাথী পাঠক গোষ্ঠীর কাছে মুখোমুখি কিংবা ভার্চুয়াল সভাতে স্বচ্ছতা প্রকাশে উদ্যত। এছাড়া সহযোগী সাথী হলে কোনোরকম বাড়তি প্রতিবেদন আপনি পাবেন এই ব্যবস্থায় আমরা বিশ্বাসী নই বরং বিরোধী।
আমাদের আর্থিক সহযোগিতার জন্য নীচের ফর্মটি পূরণ করুন। ফর্ম পূরণ সম্পূর্ণ হলে আমাদের প্রতিনিধি আপনার সঙ্গে যোগাযোগ করবে। সহযোগীতার জন্য আমাদের কোনোরকম বাধাধরা আর্থিক পরিমাণ নেই। কোনোরকম সমস্যা হলে আমাদের ইমেইল করুন thedegrowthofficial@gmail.com।