আমাদের সম্পর্কে
‘দ্য ডি গ্রোথ’ সংবাদ মাধ্যম জীব ও জড়ের সহাবস্থানের ধারণা কে কেন্দ্র করে গড়ে ওঠা এমন একটি উদ্যোগ যা চলতি সমাজকে খোঁজা এবং তা মানুষের সামনে সক্রিয়ভাবে তুলে ধরায় আগ্রহী। চলতি নদী তথা পরিবেশ আন্দোলন ও সহাবস্থানের ধারণা কে এগিয়ে নিয়ে যেতে সহায়ক সমাজ, সংস্কৃতির ধারণার একটি মুখপত্র ‘দ্য ডি গ্রোথ’ সংবাদ মাধ্যম । আমরা পুঁজি শাসিত ব্যবস্থার প্রাতিষ্ঠানিক ধারণাকে অস্বীকার করে বিশ্বাস করি ‘ক্ষুদ্র’র ধারণা সুন্দর, বিশ্বাস করি ‘কম’ই অধিক আজকের যাপনে ও পৃথিবীতে।
প্রকাশনার ধরণ ও মাধ্যম
আমাদের প্রতিবেদন প্রকাশের ধরণ মূলত লিখিত, চিত্র, তথ্যচিত্র। প্রতিটি প্রতিবেদনের ভিত্তি হিসেবে আমরা সরজমিন তদন্তে ও সংগ্রহে আগ্রহী। বার্ষিক পুস্তক আকারে আমাদের বাছাই করা কিছু প্রতিবেদন প্রকাশ হবে। ওয়েবসাইট, ফেসবুক, টুইটার, ইউটিউব এই চারটি জায়গায় আমাদের প্রোফাইল রয়েছে। এই সমস্ত জায়গা ছাড়াও আমরা বিভিন্ন স্থানে চিত্র ও তথ্যচিত্র প্রদর্শন করতে উদ্দ্যোগী।
বিজ্ঞানপন মুক্ত ও গ্রাহক নয় সহযোগী সাথী হোন
আমাদের ওয়েবসাইট সম্পূর্ণ বিজ্ঞাপন মুক্ত। কোনোরকম কর্পোরেট ফান্ড, এনজিও ফান্ড, সরকারি ফান্ড ছাড়া আমাদের মিডিয়া পরিচালিত হয় সম্পূর্ণ গণ অর্থ সংগ্রহের উপর ভিত্তি করে যাদের আমরা গ্রাহক বলতে নারাজ তারা আমাদের সহযোগী সাথী। এই অবস্থানের মধ্য থেকে আমরা অস্বীকার করি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম ও ব্যক্তির মধ্যে ব্যবসায়িক সম্পর্ক কে। এই কারণে আমরা ‘গ্রাহক হোন’ এর বদলে ‘সহযোগী সাথী’ হোন এই শব্দের ব্যবহার করেছি আমাদের ওয়েবসাইটে।
সংবাদ মাধ্যম ও নৈতিকতা
বর্তমান সংবাদ ও সংবাদ মাধ্যমের কার্যকলাপের উপর আমরা সর্বদা সন্দিহান এবং আমরাও এই সন্দেহের ঊর্ধে নই। তাই আমরা আমাদের সহযোগী সাথী পাঠকদের কাছে কৈফিয়ত দিতে সবসময় বাধ্য এবং আমরা সহযোগী সাথী পাঠক গোষ্ঠীর কাছে মুখোমুখি কিংবা ভার্চুয়াল সভাতে স্বচ্ছতা প্রকাশেও উদ্যত।
The De Growth
Less Is More